ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন করলেন মাশরাফি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১২:২৬ পিএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামের সাহা পাড়ার কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুক স্ট্যাটাসে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (১৬ জুলাই) বিকেলে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুসহ প্রশাসনের কর্মকর্তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
