এমপিকে জড়িয়ে সেই অধ্যক্ষের মার খাওয়ার স্বীকারোক্তিমূলক অডিও ফাঁস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১২:২৮ এএম, ২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

এমপি ওমর ফারুক এবং অধ্যক্ষ সেলিম রেজা।
রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর কথা ভুক্তভোগী ও অভিযুক্ত এমপি ওমর ফারুক চৌধুরী অস্বীকার করলেও মার খাওয়ার স্বীকারোক্তিমূলক একটি অডিও প্রকাশ পেয়েছে। ওই অডিও ক্লিপে অধ্যক্ষ সেলিম রেজাকে বলতে শোনা গেছে কী কারণে এমপি ওমর ফারুক চৌধুরী তাকে কিল ঘুষি মারেন।
শনিবার (১৬ জুলাই) সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অডিওটি প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
সংবাদ সম্মেলনে এমপি ওমর ফারুকের বিরুদ্ধে শিক্ষক পেটানো ছাড়াও নানা অনিয়ম, দুর্নীতি, জামায়াত তোষণ, ৭০ শতাংশ জামায়াত-বিএনপির লোকজনকে চাকরি প্রদান, ছাত্র জীবনে ছাত্রদল ও পরবর্তীতে ফ্রিডম পার্টি করাসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি দাবি করেন তার অভিযোগগুলো সত্য না হলে তাকে যেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। আর সত্য প্রমাণিত হলে এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর অভিযোগ ওঠে সাবেক মন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপির বিরুদ্ধে। সংবাদটি গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচানার মুখে পড়েন এমপি ওমর ফারুক চৌধুরী। এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর গত ১৪ জুলাই এমপি ওমর ফারুক চৌধুরী তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অধ্যক্ষকে পাশে বসিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
এ সময় তিনি মিথ্যা সংবাদ প্রচারের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে দায়ী করে বলেন, তাকে বিতর্কিত করতেই শিক্ষক পেটানোর অভিযোগ তুলে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতি করতে চায়। সংবাদ সম্মেলনে আহত শিক্ষকও এমপির সুরে কথা বলেন এবং এমপি তাকে আঘাত করেননি বলে জানান। তবে তার শরীরে আঘাতে চিহ্ন কিসের সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, অন্য শিক্ষকদের সঙ্গে হাতাহাতি করে তিনি আঘাতপ্রাপ্ত হন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
