হাসপাতাল থেকে তুলে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২৫ পিএম, ২৭ জুলাই,রবিবার,২০২৫

নিহত সানি
রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সানি (১৮)। তিনি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, রাতে আহত এক বন্ধুকে হাসপাতালে দেখতে যায় সানি। এসময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার পরিবারের সদস্যরা। তারা বলেন, রোববার সানির জন্মদিন ছিল। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে তার এক বন্ধু আহত হয়। তাকে দেখতে সে হাসপাতালে আসে।
পরিবার থেকে অভিযোগ করা হয়, হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বিএনপি নেতা দিতির ছেলে আন্নাফ দলবল নিয়ে গিয়ে সানিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত সানির মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশনের ৫ নং জোনের নারী কাউন্সির সামসুন নাহার। এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের তোপের মুখে পড়ে। হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ তুলে তাকে ধাওয়া করে তাড়িয়ে দেয় সানির পরিবার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে ৪ শতাধিক পর্যটক

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিমান দু্র্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ

আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির
