ফার্মেসি মালিকের কান্ড, প্রেসক্রিপশনে অন্য ঔষধ লিখে দিলেন দন্ড!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:২২ পিএম, ১৪ জুলাই,সোমবার,২০২৫

ময়মনসিংহে প্রেসক্রিপশনে থাকা ৬০ টাকার ওষুধ নাম পরিবর্তন করে ৬০০ টাকায় বিক্রির অপরাধে এক ফার্মেসি মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে অভিযোগকারী বৃদ্ধ মালেক মিয়াকে জরিমানার ৮ হাজার ৭৫০ টাকা বুঝিয়ে দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।
নিশাত মেহের বলেন, ১৫ জুন বৃদ্ধ আবদুল মালেক কানের সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসক ওই বৃদ্ধকে ৬০ টাকা দামের একটি কানের ড্রপ লিখে দেন। ওই বৃদ্ধ মেডিকেল কলেজ গেটের বিপরীতে সাবা মেডিকেল নামে এক ফার্মেসিতে ওষুধটি কিনতে যান। ফার্মেসির মালিক প্রেসক্রিপশনের ওপর অন্য একটি ইউনানি ওষুধ লিখে, তা ৬০০ টাকায় বিক্রি করেন। ওই ওষুধ সেবনের পর রোগীর উচ্চ রক্তচাপসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
তিনি আরও বলেন, এ অবস্থায় ওই বৃদ্ধ আবারও চিকিৎসকের কাছে যান। পরে চিকিৎসকের পরামর্শে বৃদ্ধ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ২৬ জুন লিখিত অভিযোগ দেন। ওই দিন অভিযান চালিয়ে সাবা মেডিকেল ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ টাকা (৮ হাজার ৭৫০ টাকা) অভিযোগকারী মালেক মিয়াকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে ৪ শতাধিক পর্যটক

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিমান দু্র্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ

আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির
