নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ইসমাইলের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ জুন) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ইসমাইল উপজেলার গুনগ্রামের বাবর আলীর ছেলে।
তিনি আজ সোমবার স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় মধুপুরগামী একটি মালবাহী কাভার্ডভ্যান পথচারী ইসমাইলকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। পরে নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
