avertisements 2

পদ্মা সেতুতে প্রথম টোল দিয়ে পাড়ি দিল মোটরসাইকেল চালক আমির

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০১:০৬ এএম, ২৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৪

Text

 
মাওয়া অংশে রবিবার (২৬ জুন) প্রথম মোটরসাইকেল টোল দিল আমির, ট্রাকের টোল দিল ড্রাইভার সিপু যাবে বরিশাল।

পদ্মা সেতুর মাওয়া অংশে প্রথম সর্বসাধারণের জন্য টোল প্লাজা খুলে দেয়ার কথা থাকলে রাত থেকে সেখানে ভিড় করেন হাজার হাজার মোটর সাইকেল ট্রাক বাস ও অন্যান্য যানবাহন। 

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খুলে দেয়া হয় মাওয়া অংশের টোল প্লাজা। সেসময় প্রথম মোটরসাইকেল চালক মো. আমির বলেন, আমি সার্থক যে প্রথম টোল দিয়েছি। 

 এছাড়া প্রথম ট্রাক মাওয়া দিয়ে টোল দিয়েছে বরিশালগামী একটি ট্রাক। সেই ট্রাকের চালক সিপু বলেন, আমি খুশি, খুব ভালো লাগছে।

তবে সেতু কতৃপক্ষের বলছে, মোটর সাইকেল ট্রাক বাসের জন্য আলাদা লেন আছে টোল কাউন্টারে, তবে টাকা নেয়া হচ্ছে হাতে হাতে।

এর আগে শনিবার (২৫ জুন) সকাল ১১টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগের নতুন দিগন্ত সূচিত হলো। ফলে আনন্দিত এসব এলাকার সাধারণ মানুষ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2