পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম গ্রেফতার আবুবকর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:২০ পিএম, ১১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম আবুবকর সিদ্দিক (৩৭)। তিনি সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ছিলেন।
থানা সূত্র জানায়, একটি হত্যা মামলার আসামি হন আবুবকর। সেই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে আপিল করলে সাজা কমিয়ে যাবজ্জীবন দেন আদালত। ২০১২ সাল থেকে আবুবকর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ছিলেন।
২০২০ সালের ৬ আগস্ট কারাগার থেকে মই বেয়ে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় কারাগারের দুই কর্মকর্তা ও চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পালানোর ঘটনায় তখন আবুবকরের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পদ্মা সেতু দক্ষিণ থানার মিনাকান্দি চৌরাস্তা এলাকায় বুধবার ঘোরাফেরা করছিলেন আবুবকর। ওই এলাকায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় পুলিশ দায়িত্বপালন করছিল। বকরের চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন আবুবকর। তখন তাকে গ্রেফতার দেখানো হয়।
ওসি আরও জানান, আবুবকর পদ্মা সেতু দক্ষিণ থানার প্রথম গ্রেফতার আসামি। তাকে শরীয়তপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আবুবকর ওই এলাকায় কেন আসেন তা এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
