নোয়াখালীতে রাত ৯টার পরও ভোট দিলেন নারীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪১ এএম, ৮ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি ভোটকেন্দ্রে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন নারী ভোটাররা। বুধবার (১৫ জুন) ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেন তারা।
কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবশেষ রাত ৯টা ১০ মিনিটে শেষ ভোটটি গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় অন্ধকারেও নারীরা সারিবদ্ধভাবে ভোট দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৩৯৬ জন। এর মধ্যে নারী ৬৮৪ ও পুরুষ ৭১২ জন। কেন্দ্রে পুরুষদের জন্য দুটি বুথ স্থাপিত হলেও নারীদের জন্য মাত্র একটি বুঝ স্থাপন করা হয়। এজন্য সংশ্লিষ্টরা নির্বাচন কর্মকর্তাকে দায়ী করেছেন তারা।
এ বিষয়ে জানতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, বিকেল ৪টার পরও তিন শতাধিক নারী ভোটার কেন্দ্রে লাইনে থাকায় তাদের ভোট গ্রহণ করতে হয়েছে। এতে রাত সোয়া ৯টা বেজে যায়।
বুধবার (১৫ জুন) নোয়াখালীর চার উপজেলায় সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলো হলো সদরের বিনোদপুর, বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহাম্মদপুর এবং হাতিয়ার হরণী ও চানন্দী।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
