স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে দেখা হলো না ওদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৫:০৯ এএম, ১১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিন যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১টায় মুন্সীগঞ্জের নিমতলি হাসারা এলাকায় মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের এই তিনজনসহ মোট ৬ জন নিহত হন। নিহতদের মধ্যে চাঁদপুরের তিন যুবক ও বিক্রমপুরের তিন জন রয়েছেন।
চাঁদপুরে নিহত নিহত সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী, সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ ও একই এলাকার জিহাদ।
এদিকে শুক্রবার দুপুরে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। এমন মৃত্যু দেখে হতভম্ব হয়ে পড়েন পুরো এলাকাবাসী।
নিহত সামাদের জেঠাতো ভাই রুবেল বলেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে দেখার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে ৪ বন্ধু মিলে সিএনজিচালিত অটোরিকশায় করে মুন্সীগঞ্জের নিমতলি হাসারা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও এক যাত্রীসহ ৪ বন্ধুই ঘটনাস্থলে মারা যান। অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর অন্যরা বিক্রমপুরের।
এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে। তারা সবাই রাজধানী ঢাকার ইসলামপুরে পাইকারি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
