avertisements 2

মাদরাসাছাত্রী হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ মে, বুধবার,২০২২ | আপডেট: ১০:১২ এএম, ২ মার্চ,শনিবার,২০২৪

Text

ছবি সংগৃহীত  

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসাছাত্রী রোজিনা আক্তারকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে আরও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার (১৮ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন কৈয়লা, আঁখি আক্তার রুমা, হুমায়ুন কবির ও মো. বাহার। এর মধ্যে আনোয়ার ও আঁখি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুঁলি অ্যাডভোকেট জসীম উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ ডিসেম্বর জেলার রায়পুর উপজেলার পৌর শহরের পশ্চিম কেরোয়া এলাকার মাদ্রাসাছাত্রী রোজিনা পরীক্ষা শেষে বিকালে বাসায় ফিরছিলেন। এসময় পুরাতন পৌরসভা কার্যালয় ভবনের সামনের সড়কে রোজিনার প্রেমিক আনোয়ারের সহযোগী আঁখি অপেক্ষা করছিলেন। আনোয়ারের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে আঁখি রোজিনাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বাগানের দিকে নিয়ে যায়। সেখানে আনোয়ারসহ আরও ৩ সহযোগী ছিল। 


একপর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেয় আনোয়ার। রোজিনা এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাছের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহ বাগানে ফেলে  রেখে পালিয়ে যায় তারা। পরদিন দুপুরে স্থানীয় লোকজন মরদেহটি দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় ছাত্রীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ জুন ৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। র্দীঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2