avertisements 2

হাত হারানো ফাল্গুনিকে যেভাবে জয় করেছেন সুব্রত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১৭ পিএম, ৮ মার্চ,শুক্রবার,২০২৪

Text

বিদ্যুতের তারে লেগে ছোটবেলায় দুই হাত পুড়ে যায় ফাল্গুনি সাহার, সেই সাথে পুড়ে যায় কাউকে ভালোবাসার স্বপ্নও। কারণ দুই হাত ছাড়া কোন মানুষকে কেউ ভালবাসবে, বিয়ে করবে এটা কল্পনাই করেননি ফাল্গুনি। ফাল্গুনির গ্রামের বাড়ি পটুয়াখালীর ছেলে সুব্রত মিত্র প্রেমে পড়ে যান হাত হারানো ফাল্গুনির।

যদিও ফাল্গুনিকে তার পরিবার ও বন্ধুরা সাবধান করেছিল এ ধরণের ভালোবাসা স্থায়ী হয় না, বলেছে- "ও দুই দিন পর চলে যাবে, আজকাল এমনই হয়"। তবে সবার সন্দেহকে ভুল প্রমাণ করেছে সুব্রত-ফাল্গুনি ভালোবাসা।

২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছেন তারা, তবে এই বিয়েতে মত ছিল না সুব্রতর পরিবার ও স্বজনদের। বিয়ের পরেও সুব্রতকে শুনতে হয় "নিশ্চয়ই মেয়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এ জন্য এমন কাউকে বিয়ে করেছে"।

কীভাবে সবার সমালোচনা এড়িয়ে, বাধা পেরিয়ে ফাল্গুনি-সুব্রতর ভালোবাসা সফল হলো, কেনই বা সুব্রত হাত হারানো ফাল্গুনিকে এতো গভীরভাবে ভালবেসেছে তা জানতে এই দম্পতির সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2