হাসপাতাল থেকে নবজাতক চুরি, ২০দিন পর উদ্ধার
হাসপাতাল থেকে নবজাতক চুরি, ২০দিন পর উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:০০ পিএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

২০ দিন পর যশোরের শার্শা উপজেলার একটি হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রাম থেকে ওই শিশুটি উদ্ধার করা হয়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নাভারন বাজারের চেয়ারম্যান মার্কেটের ‘নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে ওই নবজাতক চুরি হয়।
এ ঘটনায় নাসিমা খাতুন নামে (৩০) এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
যশোর পিবিআইয়ের এসপি রেশমা শারমিন জানান, ঝিকরগাছা উপজেলার মধুখালি গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রেক্সনা খাতুন (২৫) গত মঙ্গলবার নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়ে শিশুর জন্ম দেন। এর দুদিন পর শিশুটি ওই হাসপাতাল থেকে চুরি হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাকড়ায় এক নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার ওই নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
