শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী,সোমবার,২০২৬ | আপডেট: ১০:৫০ পিএম, ১৯ জানুয়ারী,সোমবার,২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদিক কায়েম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার কঠোর সমালোচনা করেছেন। সোমবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন যে নির্বাচন কমিশন ঘেরাও করা এবং আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার চেষ্টা মূলত আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের একটি নতুন সংস্করণ বা পুনঃমঞ্চায়ন।
তিনি মনে করেন ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির যাত্রায় বাধা প্রদান করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে শাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হতে হবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদের অনুপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বড় বাধা হিসেবে কাজ করছে বলে ছাত্র মহলে আলোচনা রয়েছে। এই অবস্থায় নির্বাচন স্থগিত করার যেকোনো অপচেষ্টা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না বলে হুশিয়ারি দেন ডাকসু ভিপি।
তিনি আরও উল্লেখ করেন যে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি এবং এতে বাধা দেওয়া মানে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা। তার এই বক্তব্য ইতোমধ্যে ক্যাম্পাসগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এই ছাত্রনেতা।





