৫৯০ কোটি টাকা লুট করার প্রস্তুতি ছিল
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫ | আপডেট:  ১১:০৩ পিএম,  ২৭ অক্টোবর,সোমবার,২০২৫
                                
 
                        
                    চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টায় গ্রেফতার হওয়া সেই ১২ জনকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গ্রেফতারদের কাছে তথ্য ছিল, যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ৫৯০ কোটি টাকা রয়েছে। আর সেই টাকা লুট করতেই দুটি মাইক্রোবাসে করে ২০ জন প্রবেশ করেছিল সেই ভবনে। টাকা আনার জন্য সঙ্গে করে ২০টি বস্তাও নিয়ে গিয়েছিল তারা। তবে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করতে পারলেও আটজন পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার দ্বিতীয় দিনের মতো রিমান্ড শেষে এসব তথ্য পায় পুলিশ।
সূত্র জানায়, ডাকাতির জন্য সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) নকল পরিচয়পত্রগুলো তৈরি করেন তারা। আর এ কাজটি গ্রেফতার হওয়া আলম। মূলত পেশায় বালু সরবরাহকারী ওয়াজেদ রাকিব পুরো ঘটনার পরিকল্পনাকারী। ৭ জানুয়ারি ওয়াজেদ জানতে পারেন, যমুনা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর বাসায় ৫৯০ কোটি টাকা রয়েছে। পরে ওয়াজেদ বিষয়টি মো. মালিক ও ওয়াসিমের সঙ্গে আলাপ করেন। পরে তারা হোসাইনকে যুক্ত করেন। হোসাইন তার পরিচিত বিভিন্ন সংস্থার লোকজনের সঙ্গে বিষয়টি আলাপ করেন। তারা তিনজনই জমি বেচাকেনার ব্যবসা করেন। পরিকল্পনা মতো হোসাইন তার পরিচিত একটি বাহিনীর একজনের সঙ্গে কথা বলেন। সেই ব্যক্তি মীরসরাইয়ের আলম ও শওকতকে ঠিক করে দেন। এরপর দফায় দফায় তারা নগরীর হালিশহর থানাধীন এলাকায় বৈঠক করেন। সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আলমই খেলনা পিস্তল, ওয়াকিটকিগুলো সংগ্রহ করেন। এছাড়া মহিউদ্দিন রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের সাবেক কর্মকর্তা।
রাতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান যুগান্তরকে বলেন, ‘গ্রেফতার ১২ জনকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই করা হচ্ছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গ্রেফতারদের আদালতে হাজির করা হবে।’
এর আগে গত শুক্রবার রাতে নগরীর খুলশী থানার দক্ষিণ খুলশী এলাকার সানমার রয়েল রিজ নামক একটি বহুতল ভবনের আটতলায় এই ডাকাতির চেষ্টা হয়। এ ঘটনায় যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।


 
                                     
                                     
                                     
                                     
                                    


