আজান দেয়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:১৭ পিএম, ৫ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১১:৫৪ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে আজান দেয়ারত অবস্থায় আব্দুল কুদ্দুছ (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি বলেন, এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে মুয়াজ্জিনকে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের মেঝেতে মুয়াজ্জিন পড়ে আছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
