মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, হতাহতের আশঙ্কা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ০১:২০ এএম, ২৫ আগস্ট,সোমবার,২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ার চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জাহাজে কত জন ছিল এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহমেদ।
তিনি জানান, আমরা খবর পেয়েছি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আধা ঘণ্টার মধ্যে বিস্তারিত জানানো হবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে রওনা হয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
