avertisements 2

একদিনে ১২৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুলাই,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৭ এএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

Text

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন এক হাজার ২৪৬ রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড। অন্যদিকে এ সময়ে মারা গেছেন পাঁচজন ডেঙ্গুরোগী।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ২৪৬ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ৭০৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩৭ জন ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ জুলাই) চলতি বছরে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ৫৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সময়ে রেকর্ড সাত জন মারা যান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2