গাজীপুর সিটি মেয়র জায়েদার বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুলাই,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:৫৫ পিএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

গাজীপুর সিটির নতুন নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেছেন গণফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। তিনি সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনিত প্রার্থী ছিলেন।
মামলায় নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও গত ২৫ মে অনুষ্ঠিত জায়েদার নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে।
মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। ট্রাইব্যুাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মামলার বাদী আতিকুল ইসলাম।
জায়েদা খাতুনের হলফনামায় নানা অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে মামলার বিবরণে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
