গ্রেপ্তারের সময় সেলফি, থানায় ছাত্রলীগ নেতার ঘুমানোর ছবি ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৬:৩০ এএম, ২৫ আগস্ট,সোমবার,২০২৫

ছবি সংগৃহীত
বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইছ আহমেদ মান্না গ্রেপ্তারের সময় সেলফি এবং থানার হাজতে ঘুমানোর ছবি ভাইরালের পর কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। সোমবার বিকালে তাকে ক্লোজডের আদেশ দেন মেট্রোপলিটন পুলিশ।
মান্নাকে গ্রেপ্তারের পর সোমবার এসআই সাইদুলের সেলফি এবং মান্নাসহ তার ১০ সঙ্গীর থানা হাজতের মেঝেতে ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর এমন সিদ্ধান্ত আসে।
এস আই সাইদুল ক্লোজড হওয়ার কথা জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল সরাসরি স্বীকার না করে বলেন, ‘আপনি যা শুনেছেন তা ঠিক।’
রোববার রাতে নৌকা প্রতীকের ৩ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের পর অভিযানকারী পুলিশ কর্মকর্তা সাইদুল মান্নাকে পাশে বসিয়ে সেলফি তুলেন মান্না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় মান্না ও তার সঙ্গীরা থানার হাজতের মেঝেতে ঘুমিয়ে আছেন।
ছবি কীভাবে প্রকাশ পেলো তা জানতে চাইলে ওসি আব্দুর রহমান মুকুল দাবি বলেন, 'ডিউটি অফিসারের মনিটর থেকে কেউ ছবিটি ধারণ করেছেন।'
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
