নিখোঁজের ৫দিন পর ধানক্ষেত থেকে বায়েজিদের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মে,রবিবার,২০২৩ | আপডেট: ১০:৩৭ এএম, ১৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে শিশু বায়েজিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বায়োজিদ ওই গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে।
পলাশবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাড়ির সামনের একটি ধানখেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে খুন করে মরদেহটি ধানখেতে ফেলে রাখা হয়েছে।
এর আগে গত সোমবার (৮ মে) বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। এ ঘটনার পরের দিন মঙ্গলবার (৯ মে) শিশুটির মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তাকে খুঁজে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়।





