avertisements 2

বাসায় ঢুকে ছাত্রীকে কুপিয়ে হত্যা : সেই গৃহশিক্ষক সাইদুল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মে,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:১৫ পিএম, ২৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে (২১) হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১০ মে) টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর সাইদুলকে ঢাকায় র‌্যাব সদর দপ্তরে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

হাফেজ সাইদুল ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি স্থানীয় টেকিবাড়ী জামে মসজিদের ইমাম এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষক। 

গত সোমবার রাতে বাসায় ঢুকে কুপিয়ে রাবেয়াকে হত্যা করা হয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে রাবেয়ার মা ও তিন বোনকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাঁর মাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এ ঘটনায় গত মঙ্গলবার সাইদুলের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মামলা করেন রাবেয়ার বাবা আবদুর রউফ। রাবেয়া ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

রাবেয়ার বাবা আবদুর রউফ বলেন, “সাইদুল আমার ছোট দুই মেয়ের গৃহশিক্ষক ছিল। সে আমার বড় মেয়ে রাবেয়াকে বিয়ে করার প্রস্তাব দিলে আমরা সরাসরি ‘না’ বলে দিই। এ কারণেই সে বাসায় ঢুকে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করে।”

বিষয়:

আরও পড়ুন

avertisements 2