avertisements 2

মাইকে ঘোষণা দিয়ে দোকানঘর ভেঙে রাস্তা নির্মাণ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:২৫ পিএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

শেরপুরের শ্রীবরদীতে মাইকে ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পৈতৃক সম্পত্তিতে দোকান ঘর ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গাবতলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী ওই জমি দখলের নেতৃত্বে রয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। হামলা ও ভাঙচুরের হুমকি পেয়ে ভুক্তভোগী আবুল হাসেম শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিচার চেয়েছেন।

জানা যায়, গাবতলী বাজার হতে খলশেকুড়ি বিলে যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় কিছু কৃষকের যাতায়াত ও ফসল নিয়ে আসতে সমস্যা হচ্ছিল। স্থানীয় ছত্তর মিয়ার ছেলে আবুল হাসেম মিয়ার একতলা দোকান ঘরের পাশ দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা করে এলাকাবাসী। পরে বিনামূল্যে সে জমি দিতে রাজি না হওয়ায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, প্রফেসর ফারুক মিয়া, মাওলানা মো. ফেরদৌস মিয়া, ইউপি সদস্য সাজু মিয়া ও লাল ফকিরের প্রত্যেক্ষ মদদে তার দোকান ঘর ভেঙে রাস্তা তৈরি করা হয়।

ক্ষতিগ্রস্ত আবুল হাসেম বলেন, এই জমি আমার বিআরএস রেকর্ডভুক্ত। আমার সম্পদ ক্ষতি করে কিভাবে রাস্তা দেব। প্রায় ৩০ বছর যাবৎ দোকানঘর নির্মাণ ভাড়া দিয়ে আসছি। জোর করে আমার দোকানঘর ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আমি খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, বিষয়টি অবগত হয়েছি। অন্যের রেকর্ডীয় সম্পত্তিতে জোর করে দোকানঘর ভেঙে রাস্তা নির্মাণ করা আইনসম্মত নয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2