দুটো ডাল-ভাতের বন্দোবস্ত না করে কেউ যেন শিক্ষকতা করতে না আসে!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মে,সোমবার,২০২১ | আপডেট: ১০:৩৫ পিএম, ২৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
শিক্ষকদের অধিকাংশই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত। হাতেগোনা নামকরা কিছু প্রতিষ্ঠান ব্যতিরেকে অন্যেরা মাসের পর মাস এমনকি অনেকেই বছর পার হচ্ছে বেতন পাচ্ছেন না।
সমাজের চলে আসা মানসিকতা ও অবস্থানগত কারণে শিক্ষকেরা যেকোনো কাজ যেমন করতে পারছেন না আবার কারো কাছে হাতও পাতা কিংবা নিজেদের অবস্থা নিয়ে কথা বলতেও রয়েছে সংকোচবোধ। আমরা নিজেদের ছোট-খাটো আর্থিক স্বার্থ কিংবা নানা বিষয়ে সোচ্চার হলেও করোনাকালে সবচেয়ে বিপর্যস্ত শিক্ষকদের বিষয়ে কেন যেন একেবারেই নীরব। বিশেষ করে তুলনামূলক আর্থিকভাবে ভালো অবস্থানে থাকা পাবলিকের সম্মানিত শিক্ষকেরা চাইলে কিছুটা ভূমিকা রাখতে পারতেন।
পরাক্রমশালী। আপনিই আমাদের আশ্রয় এবং শক্তি। বিশেষত এই অশান্তিকর সময়ে আমরা আপনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রেখেছি। অনেক হিংস্রতা, সন্ত্রাস এবং রাজনৈতিক বিপর্যয় এখন চলছে। সাহস ও আশার জন্য আমরা আপনার কাছে ফিরেছি। আমাদের প্রচন্ডভাবে শান্তি দরকার। বিশ্বব্যাপি শান্তি এবং মানুষের হৃদয়ে শান্তি। আমীন।





