avertisements 2

ট্রাক থামিয়ে ছিনতাই করা ঢাবির সেই ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ফেব্রুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ১২:৪৬ পিএম, ২৮ এপ্রিল,রবিবার,২০২৪

Text

ফাইল ছবি

অসদাচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাভীদ অনন (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাহাত রহমান (হাজী মুহম্মদ মুহসীন হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২)।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন দিয়েছেন। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীদের কৃত অপরাধের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানো এবং সাত কার্যদিবসের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে কার্ভাড ভ্যান আটকিয়ে চালকের কাছ থেকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় শাহবাগ থানার পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে রাজধানীর পলাশীতে অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শাহবাগ থানার এসআই কালের কণ্ঠকে বলেন, ‘তারা তিনজন রাত ৩টার সময় কাভার্ড ভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ৫০ হাজার টাকা না পেয়ে ড্রাইভারের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় চকবাজার থানার পুলিশ তাদের আটক করে। সে সময় আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। পরে আটক করা তিন আসামিকে নিয়ে থানায় হাজির হই। ছিনতাইয়ের শিকার ব্যক্তি দস্যুতার মামলা দিলে আমলে নিয়ে তাদের কোর্টে পাঠানো হয়।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2