avertisements 2

১৫০০ টি বাতিল মাস্ক দিয়ে বিয়ের গাউন তৈরি!

১৫০০ টি বাতিল মাস্ক দিয়ে বিয়ের গাউন তৈরি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৮:২৭ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কোভিড আতঙ্কে সব সময় মাস্ক পড়ে থাকছে। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় প্রথমেই আছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। প্রতিদিন নষ্টও হচ্ছে প্রচুর মাস্ক। সম্প্রতি বিভিন্ন স্থানে পড়ে থাকা বাতিল মাস্ক দিয়ে বিয়ের গাউন তৈরি করেছন ফ্যাশন ডিজাইনার টম সিলভারউড!
বিবাহ বিষয়ক ওয়েবসাইট ‘হিচড’-এর সহযোগিতায় বিশেষ এই গাউনটি তৈরি করেছেন টম সিলভারউড। যাতে ব্যবহার করা হয়েছে ১৫০০ টি বাতিল মাস্ক। তবে টমের উদ্দেশ্য শুধু পোশাক তৈরি নয়। এর মাধ্যমে সবাইকে বিশেষ বার্তাও দিতে চেয়েছেন তিনি। গাউন তৈরির পর এটি বেশি আলোচনায় আসে যখন মডেল জেমিমা হেমব্রো ওই গাউনটি পড়েন ফটোশুট করেন। তাও আবার লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে।
এ বিষয়ে বিয়ে বিষয়ক ওয়েবসাইট ‘হিচড’-এর পক্ষ থেকে সারা অ্যালার্ড বলেন, ‘ধীরে ধীরে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। বিধিনিষেধ কমছে। এবার বিয়ের স্বাভাবিক অনুষ্ঠান হতে পারে। সেই সাথে আনন্দ হবে। আর এই গাউনটি তৈরির নেপথ্যের কারণটি হচ্ছে, করোনা পরিস্থিতিতে প্রচুর মাস্ক নষ্ট হয়েছে। যা কখনই কাম্য নয়। শুধুমাত্র প্রতীক হিসেবেই যে বাতিল মাস্ক দিয়ে গাউন তৈরির সিদ্ধান্ত, তেমনটা নয়। বাতিল মাস্ক যে ভালো কাজে ব্যবহার করা যায়, এটা থেকে তা স্পষ্ট।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2