avertisements 2

কাটাখালীতে নিহত ১৭; পুড়ে কয়লা ১৩ দেহ, চেনা যাচ্ছে না লাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৮ এএম, ২৭ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৫৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

রাজশাহী সদর উপজেলার কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছেন। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে ৬ জনের।

তিনি আরও জানান, দুপুরে কাটাখালী মোড়ে রংপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2