ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫ | আপডেট: ০৯:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

সংগৃহীত ছবি
ড্রাগন ফল ব্যবসায়ীর ১৬ কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে আজিজুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী শাহীনুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগটি ঝিকরগাছা থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন।
আসামি আজিজুল হক কিশোরগঞ্জের ভৈরব থানার ঘোড়াকান্দা এলাকার সিরাজুল হকের ছেলে এবং ঢাকার মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা। বাদী শাহীনুজ্জামান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কোটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে ও ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালে আজিজুলের সঙ্গে ফল ব্যবসায়ী শাহীনুজ্জামানের পরিচয় হয়। ওই সময় ব্যবসার অংশ হিসেবে শাহীনুজ্জামান ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে আড়াই কোটি টাকা দিয়ে ছয়টি রিকন্ডিশন্ড মাইক্রোবাস কিনে নিজ নামে রেজিস্ট্রেশন করেন। তবে ২০২৩ সালের ৮ আগস্ট আজিজুল হক ওই ছয়টির মধ্যে দুটি মাইক্রোবাস ফেরত নেন।
এ সময় শাহীনুজ্জামান আজিজুলের কাছে ড্রাগন ফল বিক্রির ১৫ কোটি ৬৫ লাখ টাকা দাবি করলে তিনি তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশিদের নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখান। টাকা আদায়ে ব্যর্থ হয়ে শাহীনুজ্জামান প্রথমে চুয়াডাঙ্গা আদালতে মামলা করেন।
পরে ওই মামলা থেকে রেহাই পেতে ৭ সেপ্টেম্বর আজিজুল হক বাদীর কাছে একটি নোটিশ পাঠান। সেখানে অভিযোগ করা হয়, শাহীনুজ্জামানের কেনা গাড়িগুলো ভুয়া চুক্তিনামা তৈরি করে ভাড়ায় চালানো হচ্ছে। এরপর ১২ সেপ্টেম্বর ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠে এক সালিশ বৈঠকে ফল বিক্রির টাকা চাইলে আজিজুল হক জাল চুক্তিপত্র দেখিয়ে গাড়িগুলো ফেরত দাবি করেন।
মীমাংসা ব্যর্থ হওয়ায় শাহীনুজ্জামান শেষ পর্যন্ত প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আদালতের শরণাপন্ন হন।
বাদীপক্ষের আইনজীবী রুহিন বালুজ বলেন, তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদের নাম ভাঙিয়ে আমার মক্কেলের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন তিনি ন্যায়ের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে
