নানকের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:২৩ পিএম, ১১ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ১০:৩৯ পিএম, ২১ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার (১০ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লবও তথ্যটি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর কবির নানক ফেসবুক পেজে লেখেন, মহান আল্লাহ্র অশেষ রহমতে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আমার দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার করোনা পজিটিভ হওয়ার পরেই আমি আমার পুত্র সমতুল্য একমাত্র মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলামের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেনটাইনে চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আরও কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
তিনি আরও লেখেন, আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে চাই। আমার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, এর আগে গত ৩ অক্টোবর জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাস পজিটিভ হন। ওই সময় থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা

অক্টোবরেই নির্বাচনের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায় বিএনপি
