মার্কিন নেত্রীর সঙ্গে জায়মা রহমানের বৈঠক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০১:১৮ পিএম, ২৩ মার্চ,রবিবার,২০২৫

মার্কিন নেত্রীর সঙ্গে জায়মা রহমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
বাংলাদেশ সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে রেবেকা ওয়াগনার এবং সংগঠনটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানীর ওয়াশিংটন ডিসিতে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়।
গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। জায়মা রহমান লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সারজিস বা হাসনাতের কেউ একজন মিথ্যা বলছেন: হান্নান মাসুদ

আমি ভার্সেস ডামি নির্বাচনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল?: হাসনাত

৪৮ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধ, অন্যথায় ঢাকা অবরোধের ঘোষণা

আওয়ামী লীগে ফের আনতে ক্যান্টনমেন্ট, উত্তর পাড়া থেকে চাপ দেয়া হচ্ছে, ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ
