avertisements 2

স্কুল নয়, যেন মিনি পার্ক!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ পিএম, ৩ মে,শুক্রবার,২০২৪

Text

শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করতে নীলফামারীর বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বর্ণিল সাজে সাজিয়েছে কর্তৃপক্ষ। এটা যেন স্কুল নয়, একটা মিনি পার্ক! স্কুলের সামনের মিনি পার্কে রয়েছে স্লাইড, স্লিপার, দোলনা ও জঙ্গলজিমসহ বেশ কিছু রাইড। রয়েছে নামাজ আদায়ের মসজিদও। বিদ্যালয়টির আশপাশ ঘিরে রয়েছে প্রায় ১০০ প্রজাতির ফুল ও ফলের গাছ। শিশু শ্রেণি থেকে শুরু করে সব ক্লাসেরই কক্ষ সুসজ্জিত। এছাড়া মাল্টিমিডিয়ায় পাঠদানও দেয়া হচ্ছে এ স্কুলে। স্কুল নয়, যেন মিনি পার্ক!

নীলফামারীর জলঢাকা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম মন্তেরডাঙ্গা এলাকার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মিনি পার্কের আদলে সাজানো স্কুলটি দেখা যায়।

পড়াশোনার পাশাপাশি হালকা বিনোদন শিশুদের মেধা বিকাশে সহায়ক। তাই সবুজ ছায়াঘেরা মনোরম পরিবেশে স্কুলটিকে সাজানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজালুর রহমান।তিনি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয় শিশুসুলভ হলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহী হয়। 

জলঢাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরু মোহাম্মদ বলেন, স্কুলের উন্নয়নের জন্য এরই মধ্যে কয়েকটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এখানে কম্পিউটার ল্যাব স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৩৫০।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2