রাশেদুল ইসলাম
ডায়িং পাড়া
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:১০ পিএম, ১২ নভেম্বর, বুধবার,২০২৫
ডায়িং পাড়া নিয়ে আমি আগেই লিখেছি । সাঁওতাল পল্লী নামে । গতবার রাজশাহী সফরকালে ডাসকো ফাউনডেশণ আমাকে এই গ্রামে নিয়ে যায় । আমি আমার লেখায় উল্লেখ করেছি যে, ডায়িং পাড়ায় সাঁওতাল ও পাহাড়ি নামের দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলে ৫৮ টি পরিবার বাস করে । মোট জনসংখ্যা ৩১৮ । তাঁরা পেশায় দিনমজুর । তৃণমূল পর্যায়ের অতিদরিদ্র জনগোষ্ঠী ।
আমি আমার লেখায় উল্লেখ করেছি যে, ডায়িং পাড়া গ্রামের সকলেই রোমান ক্যাথোলিক ধর্মের অনুসারী । তবে তাঁদের একদল পাহাড়ি । আর একদল সাঁওতাল । তাঁদের ভাষা ভিন্ন; সংস্কৃতিও ভিন্ন । কিন্তু তাঁরা মিলেমিশে থাকেন । নিজেদের মধ্যে তাঁদের কোন দ্বন্দ্ব নেই । ডাসকো ফাউনডেশণ এই নৃগোষ্ঠী দুটির পানি সমস্যা নিরসনের কারণে ডাসকো এবং স্থানীয় প্রশাসনের প্রতি তাঁরা কৃতজ্ঞ । আমাদের আগমনে তাঁরা তাঁদের সেই কৃতজ্ঞতা প্রকাশ করে । তাঁদের পাহাড়ি মেয়েরা পাহাড়ি ভাষায় গান গেয়ে নৃত্যের তালে তালে আমাদের বরণ করে নেয় । আর সাঁওতাল মেয়েরা সাঁওতালি গানের তালে তালে আমাদের গলায় ফুলের মালা পরিয়ে দেয় ।
এসব কথা আমি আগে লিখেছি । আজকের লেখার বিষয় এটি নয় । আমার আজকের লেখার বিষয় আমার একটি সীমাবদ্ধতার কথা । আমার সমস্যা হোল, আমার তাৎক্ষনিক কোন কিছু মনে আসে না । ‘চোর পালালে বুদ্ধি আসে’র মত অবস্থা হয় আমার । আগে এসব নিয়ে আমার মনে অনেক দুঃখ ছিল । এখন এ নিয়ে মনে কোন অনুতাপ নেই । জীবনের এত বছর যেহেতু এভাবেই গেছে, বাকী সময়টাও নিশ্চয় একভাবে যাবে । যাহোক ডায়িং পাড়া থেকে ঢাকায় ফিরে আসার পর আমার মনটা কেমন যেন খচ খচ শুরু করে । এইযে ছোটছোট মেয়েগুলো নেচেগেয়ে আমাদের বরণ করে নিল; আমার কি উচিত ছিল না তাদের কিছু একটা বকশিশ দেওয়া ? এ কথা মনে হতেই আমি ডাসকোর নির্বাহী পরিচালকের সাথে কথা বলি এবং সেই মেয়েদের হাতে দেওয়ার জন্য ২ হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে দিই ।
কয়েকদিন পর ডাসকো থেকে আমাকে জানান হয় যে, ডায়িং পাড়া গ্রামের ৭০ জন বৃদ্ধ ও শিশুদের তাঁরা একবেলা খাওয়ার ব্যবস্থা করেছেন । আমি শুনে বেশ লজ্জা পাই । মনে হয় আরও কিছু বেশী টাকা দিলে বোধহয় ভালো হতো ।
কেউ যদি মনে করেন আমার পদমর্যাদার কারণে ডাসকো ডায়িং পাড়ার ৭০ জনকে খাইয়ে আমার প্রতি এ সম্মান দেখিয়েছেন; তাহলেও আমি ডাসকোর প্রতি কৃতজ্ঞ । আমি মনে করি পৃথিবীর সর্বোত্তম দাণ হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো । তাঁরা আমার কাছে বাচ্চাদের খাবার খাওয়ার ছবি পাঠিয়েছেন । সত্যিই আমার মনটা ভরে গেছে । এখন যদি কোন এনজিও ডায়িং পাড়ার দরিদ্র নৃগোষ্ঠীর জন্য তাঁদের উপার্জনমুখী প্রকল্পের ব্যবস্থা নেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব ।
এখন করোনা সংকটকালে আমাদের আশেপাশে অনেক পরিবার দুর্বিসহ খাদ্য সংকটে পড়েছে । হাদিসে আছে একজন মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে বেহেশত যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন । আর মানুষ তো কুকুর নয় । মানুষ আশরাফুল মকলুকাত; সৃষ্টির সেরাজীব । ফলে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে বেহেশত পাওয়া কত সহজ – এই হাদিস তার বড় প্রমাণ ।
আসুন আমরা এই করোনাকালে নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই ।
মহান আল্লাহ্ আমাদের করোনার অভিশাপ থেকে রক্ষা করুন ।
ইস্কাটন, ঢাকা । ২৪ এপ্রিল, ২০২১ ।
নতুন পোশাকে মাঠে পুলিশ
বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল
ঢাকা বিমানবন্দরে বাংলা ভাষার অবমাননা!
শাপলা চত্বরে গণহত্যা: ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীন নামালো সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’
নিরাপত্তার জালে ঢাকার চারপাশ
পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যায় দুই শুটারসহ গ্রেপ্তার ৫
ধর্মেন্দ্রের ‘মৃত্যুর’ খবরে মিডিয়ার ওপর হেমা মালিনীর ক্ষোভ
হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’
গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল খান এবার বরখাস্ত
মধ্যরাতে রাজধানীতে তিন বাসে আগুন
ঢাকায় অভ্যুত্থানের পেছনে ক্লিনটনদের মদত ছিল
আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল
যুক্তরাষ্ট্রে কেন হাজারো ফ্লাইট বাতিল হচ্ছে?
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
প্রণব মুখার্জি আর নেই
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু



