ভারতে আজীবন সম্মাননা পেলেন এইউবি উপাচার্য ড. শাহজাহান খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ডিসেম্বর,সোমবার,২০২৫ | আপডেট: ১১:৩৭ পিএম, ১ ডিসেম্বর,সোমবার,২০২৫
ভারতের দিল্লির নিকটবর্তী রোহতকে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব রিলায়েবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (IARS)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এর উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খানকে সংস্থাটির সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ২৮–৩০ নভেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এ সম্মেলনে তার দীর্ঘ গবেষণা-অভিযান, আন্তর্জাতিক নেতৃত্ব, উদ্ভাবনী কাজ এবং পরিসংখ্যান ও ডাটা সায়েন্সে বৈশ্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে হরিয়ানা প্রদেশের শিক্ষামন্ত্রী শ্রী মহাপাল ধান্দা এবং IARS-এর সভাপতি অধ্যাপক এস. সি. মালিক প্রফেসর খানের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।
সম্মেলনে প্রফেসর খান মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে “Decision from Data – Use and Abuse of Statistics in Research, Development, and Public Decisions” শীর্ষক একটি কী-নোট বক্তৃতা উপস্থাপন করেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
IARS-এর এই পুরস্কার শুধু সংস্থার সর্বোচ্চ স্বীকৃতি নয়, বরং বৈশ্বিক পরিসরে পরিসংখ্যানবিদ্যায় অসামান্য অবদান রাখা ব্যক্তিদের অন্যতম শ্রেষ্ঠ সম্মান হিসেবেও বিবেচিত। কয়েক দশকজুড়ে গবেষণা, একাডেমিক নেতৃত্ব, পরিসংখ্যান শিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় প্রফেসর খানের অবদানকে এই সম্মাননার মাধ্যমে নতুনভাবে মূল্যায়ন করা হলো।
পুরস্কার গ্রহণকালে প্রফেসর খান বলেন, “এই সম্মাননা আমার সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার যৌথ প্রতিফলন।”
এর আগে তিনি বহু আন্তর্জাতিক স্বর্ণপদকে ভূষিত হন—
-
২০০১: ICESCO স্বর্ণপদক
-
২০০৭: ISOSS স্বর্ণপদক
-
২০১২: বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক
প্রফেসর খান বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেস (BAS)-এর নির্বাচিত প্রবাসী ফেলো এবং স্কোপাস সূচিকৃত Journal of Applied Probability and Statistics (JAPS)-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক। তিনি ৫টি গ্রন্থ, ২৫০টিরও বেশি গবেষণা নিবন্ধের লেখক এবং ২০–এর বেশি পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক। বিশ্বব্যাপী অসংখ্য সম্মেলনে তিনি কী-নোট ও বিশেষ বক্তা হিসেবে স্বীকৃত।
১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে তিনি কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন ও ওমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এর উপাচার্য এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড-এর এমেরিটাস প্রফেসর।
সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল তার এই আন্তর্জাতিক সম্মাননা।





