চাকরিতে যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৬ পিএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

সিনেমাপাড়ায় ইলিয়াস কাঞ্চন নাম মানেই একজন কিংবদন্তি অভিনেতা। ইলিয়াস কাঞ্চন শুধু সিনেমার নায়ক নয়, বাস্তব জীবনেও তিনি একজন নায়ক। ‘নিরাপদ চড়ক চাই’ আন্দোলনে রয়েছে তার অপরিসীম ভূমিকা।
এবার নিজের নামের সঙ্গে যোগ করলেন আরও একটি পদবি। তা হলো উদ্যোক্তা। খুব শিগগরই দেশের একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের ‘উদ্যোক্তা পরিচালক’ হিসেবে যোগ দিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সাংবাদিক উদয় হাকিম।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক উদয় হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসেবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’ মঙ্গলবার (১৭ মে) বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে গ্র্যান্ড রিসেপশনের আয়োজনের মধ্য দিয়ে যোগদানের কর্মসূচি অনুষ্ঠীত হবে।
এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন এখনই কথা বলতে চাইছেন না। আনুষ্ঠানিকতা অনুষ্ঠানেই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি। এদিকে বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এ অভিনেতা।