এপ্রিলেই বিয়ের আসরে বসছে দেব-রুক্মিণী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৬:২৭ এএম, ১২ জানুয়ারী,সোমবার,২০২৬
বলিউডের পর এবার খুশির হাওয়া টালিউডে। একদিকে যেমন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের খবরে জোর চর্চা চলছে বলিউডে, তেমনি টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্রের বিয়ের পিঁড়িতে বসার খবরেও আনন্দ বইছে টালিউডে।
সম্প্রতি দেব নিজেই বিয়ের খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
পশ্চিবঙ্গের সাংসদ ও অভিনেতা দেব আর অভিনেত্রী রুক্মিণীর প্রেমের কথা সবারই জানা। তবে তারা কবে বিয়ে করছেন এ নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। এবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে বিয়ের তারিখও ঘোষণা করলেন দেব। তিনি জানান, এপ্রিলেই বসছে তাদের বিয়ের আসর।
২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের 'কিশমিশ' ছবিটি। এতে ছবিতে নায়ক-নায়িকার ভূমিকাতেই দেখা যাবে দেব-রুক্মিণীকে। ছবির প্রচারের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির মলে হাজির হয়েছিলেন তারা। সেখানেই মাঝেসাঝে খুনসুটি করতে দেখা যায় তাদের। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। সেখানেই দেব জানান, আসছে ২৯ এপ্রিলেই রুক্মিণীকে বিয়ে করছেন তিনি।





