নতুন ছবি শেয়ার ভিক্যাটের, মুহূর্তেই ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:০৬ এএম, ২ মে,শুক্রবার,২০২৫

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। লাভবার্ডরা বিয়ের অনুষ্ঠান থেকে সুন্দর মুহূর্তের ঝলক শেয়ার করছেন। ছবিগুলো দেখেই মনে হচ্ছে তারা তাদের বিয়ে নিয়ে কতটা উচ্ছ্বসিত ছিল। নবদম্পতি আবারও সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে, কারণ তারা নতুন প্রাক-বিবাহের ছবি শেয়ার করেছেন।
ক্যাটরিনা ও ভিকি তার তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের পূর্ববর্তী অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। ছবিতে, ক্যাটরিনাকে তার প্যাস্টেল রঙের ভারি এমব্রয়ডারি করা শাড়িতে অপরূপা লাগছিল। সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন তিনি একটি ম্যাচিং ওড়না। অন্যদিকে ভিকি পিচ রঙের শেরওয়ানি পড়েছিলেন। নবদম্পতি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ভালোবাসতে, সম্মান করতে এবং লালন করতে।
ইতোমধ্যে, নবদম্পতি তাদের বিয়ে, মেহেদী ও হলুদ অনুষ্ঠানের সুন্দর ছবি শেয়ার করেছে। প্রতিটি ছবিতে ধরা দেয় তাদের প্রেম।
জানা গেল, নবদম্পতি হানিমুন করতে যাবেন মালদ্বীপে। এমনই গুঞ্জন বলিউড পাড়ায়। তবে ভিক্যাটের কাছের মানুষদের থেকে জানা যায়, সহসাই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তারা। নেবেন একটু সময়। হাতে বেশ কিছু সিনেমার কাজ আছে দুজনেরই। সেগুলো শেষ করে নিজেদের জন্য সময় বের করবেন এই জুটি।
ভিক্যাটের বিয়েতে ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন। মেনুতে অতিথিদের মহাদেশীয়, ঐতিহ্যবাহী রাজস্থানী, পাঞ্জাবি এবং রাজওয়াড়ি খাবারের ব্যবস্থা ছিল।
বলিউড ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা কাইফ। ‘আন্ধাধুন’ ছবি খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের পরবর্তী ছবিরও শুটিং শুরু করবেন তিনি। সেই ছবিতে ক্যাটের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। অন্যদিকে বিয়ের পরপরই শুটিং করতে ইন্দোরে যাবেন ভিকি। তার হাতেও রয়েছে দুটি ছবির কাজ।