যৌনকর্মীর চরিত্রে নায়িকা অপু বিশ্বাস!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪০ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অনেকদিন ধরেই কাজে নেই তিনি। মাঝে বিয়ে করছেন বলে শোনা গেলেও এখনো গাঁটছড়া বাঁধেননি অপু বিশ্বাস। তবে এখন শোনা যাচ্ছে সব কিছু ছেড়ে নিষিদ্ধ পল্লীতে ঠাই হয়েছে অপু বিশ্বাসের! নিশ্চয় অবাক হচ্ছেন? হওয়ার কিছুই নেই।
ঘটনা হলো, অনেক দিন পর দুইটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। তার মধ্যে একটি হলো ‘দেহ ঘড়ি’। যেখানে অপুকে একজন যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে। আর এই কারণেই নিষিদ্ধ পল্লীতে আশ্রয় নেবেন অপু বিশ্বাস।
‘দেহ ঘড়ি’ ছবিতে তার নায়ক হিসেবে দেখা যাবে ডিএ তায়েবকে। এরই মধ্যে ছবিটির ব্যাপারে তার সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়েছে।