এবার ঈদে ছয়টি গরু কোরবানি দেবেন পরীমনি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:০৯ এএম, ২৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৫
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিএফডিসিতে ছয়টি গরু কোরবানি দিবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামনের বছরগুলোতে গরুর সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
এ বিষয়ে পরী বলেন, প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। এবারো সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।
গত পাঁচ বছর ধরেই এফডিসিতে কোরবানি দিচ্ছেন তিনি। প্রতিবছর একটি করে গরু বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে এই নায়িকা বলেন, আমার ইচ্ছে প্রতি বছর একটি করে গরু বাড়াবো ইনশাআল্লাহ।





