avertisements 2

কন্যাসন্তানের মা হলেন অপি করিম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৩ পিএম, ২৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:৩৮ এএম, ২৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

Text

কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। পরিচালক এনামুল করিম নির্ঝর ও অপি করিম দম্পতির প্রথম সন্তান এটি। সোমবার (২৮) ডিসেম্বর সকাল ৯টা ৫১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

অমিতাভ রেজা খবরটি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সত্যি। আজকেই তারিখ ছিল। অপেক্ষায় ছিলাম নতুন অতিথির। আমি খুব খুশি হয়েছি। আমার (জয়গুনবিবি) অপি করিম মা হয়েছে। তাকে ও তার কন্যাকে অভিনন্দন।’

নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অপি করিম ২০১৬ সালের ৭ জুলাই বিয়ে করেন। এর মধ্যে তাদের সংসার ভাঙার গুজবও রটেছিল। তবে বছরখানেক আগে জানা যায়, তারা সুখেই আছেন। এবার তাদের সন্তানের আগমনে খুশি ছড়ালো অপির সকল অনুরাগীর মধ্যেও।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2