avertisements 2

‘মেয়ের বুকে কান পেতে শুনতাম, বেঁচে আছে তো’: প্রিয়াঙ্কা 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,শনিবার,২০২৩ | আপডেট: ১০:৪৩ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text


সারোগেসির মাধ্যমে গত বছর সন্তানের মুখ দেখার সুখ পান প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি। প্রিম্যাচিওর বেবি হিসেবে জন্মেছিল মেয়ে মালতি। তাই তো জন্মের পর মেয়েকে আড়ালেই রেখেছিলেন প্রিয়াঙ্কা। নাম পর্যন্ত প্রকাশ্যে আনেননি। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে সর্ব প্রথম প্রকাশ্যে আনেন মেয়েকে।


প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস সময়ের আগেই জন্মেছিল। প্রিম্যাচিওর হওয়ার জন্য নাকি নানা সমস্যা দেখা দিয়েছিল ওই সময়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা সেই সাক্ষাৎকারে বলেন তাঁর জীবনের সব চেয়ে কঠিন সময়টা তখন ছিল যখন তিনি তাঁর মেয়েকে প্রায় হারিয়ে ফেলছিলেন।

মালতির জন্মের পরের দিনগুলির কথা মনে করে অভিনেত্রী জানান, 'নিক এবং আমি দিন ভাগ করে নিতাম। যাতে কেউ না কেউ সবসময় ছোট্ট মালতির সঙ্গে থাকে, তা সে সব সময় তার পাশে থাকা হোক বা এনআইসিইউ নার্সদের তাকে যত্ন করতে দেখা।'

তিনি আরও বলেন,'আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার মতো সময় আমার নেই কারণ ও ভয় পেয়ে ছিল এবং দুর্বল ছিল। এবং আমাকে তার মা হিসাবে তার শক্তি হয়ে উঠতে হয়েছিল। আমি তাকে প্রতিটি মুহুর্তে অনুভব করাতে চেয়েছিলাম যে সে একা নয়...যে আমরা তার পাশে আছি।'


প্রিয়াঙ্কা জানালেন, 'মালতিকে তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে নিয়ে আসা কঠিন ছিল। কারণ এনআইসিইউ তে তুমি জানো যে তোমার সন্তান বেঁচে আছে কারণ তার হার্টবিট দেখতে পাচ্ছ (মনিটরে)। তিনি আরও জানান, ' প্রথম কিছুদিন ঘুমাতে পারতাম না কারণ এখন হঠাৎ সে মনিটর ছাড়াই বাড়িতে ছিল। 'ওর বুকে কান পেতে শুনতাম। সে ঠিক আছে কিনা তা দেখার জন্য আমি প্রত্যেক মিনিটে মিনিটে জেগে উঠতাম। কয়েক সপ্তাহ ধরে এমনটাই চলল,' জানালেন অভিনেত্রী।

মালতির প্রথম ভারত সফর নিয়েও মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বললেন যে এক বছরের খুদে মালতির প্রথম ভারত সফর বেশ মজাদার ছিল। সে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়া থেকে শুরু করে ভারতীয় খাবার খাওয়া পর্যন্ত সব ধরণের অভিজ্ঞতা অর্জন করেছে।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2