avertisements 2

বিদেশে মাদক পাচার সন্দেহে গ্রেফতার হওয়া সেই অভিনেত্রীর মুক্তি মিললো

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:৪৯ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

কৃষাণ পেরেইরা ছবি সংগৃহীত 

দুবাইয়ের শারজাহ জেল থেকে ছাড়া পেলেন মুম্বাইয়ের অভিনেত্রী ক্রিসান পেরেইরা। এপ্রিলের শুরুতে ট্রফির মধ্যে চরস জাতীয় মাদকের প্যাকেট বহন করে শারজাহ বিমানবন্দরে ধরা পড়েছিলেন তিনি। প্রায় এক মাস দুবাইয়ে হাজতবাস করতে হয়েছে ‘সড়ক ২’-এর অভিনেত্রীকে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশে ফিরছেন অভিনেত্রী কৃষাণ।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ১০ এপ্রিল কৃষাণের পরিবারের কাছে খবর আসে, মাদক পাচার করার অভিযোগে গ্রেফতার হয়েছেন কৃষাণ। সম্প্রতি দুবাইয়ের শারজার বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েন ওই অভিনেত্রী। মাদক-সহ ধরা পড়ার পর থেকেই জেলবন্দি তিনি।

হলিউডের এক সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়েছিলেন এবং তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষাণের মা প্রমীলা পেরেইরা।

গণমাধ্যমকে তিনি জানান, রবি নামক এক ব্যক্তি আন্তর্জাতিক এক সিরিজ়ে কাজের বিষয়ে যোগাযোগ করেন তার সঙ্গে। একাধিক আলোচনার পরে দুবাইয়ে কৃষাণের অডিশন চূড়ান্ত হয়। বিদেশে যাওয়ার সব আয়োজনও নাকি ওই ব্যক্তিই করে দিয়েছিলেন। প্রথম থেকেই কৃষাণকে ফাঁসানোর দাবি করে আসছিলেন মা প্রেমিলা। এখন মেয়ের মুক্তির খবরে খুশি হয়েছেন তিনি।

মুম্বাইয়ে বসবাসরত ভারতীয় অভিনেত্রী কৃষাণ অভিনয় করেছেন মহেশ ভাটের ‘সড়ক ২’ ছবিতে। আলিয়া ভাট, আদিত্য রায় কপূর, সঞ্জয় দত্তের মতো অভিনেতার সঙ্গে এক ছবিতে কাজ করেছেন। অবশেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আগামী ৪৮ঘন্টার মধ্যেই তিনি ভারতে ফিরে আসবেন এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2