avertisements 2

‘কোরআন তিলাওয়াত করি আল্লাহর জন্য, গান করি অন্যের জন্য’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:০৮ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

 পলাশ নূর

‘আমি যখন গান করি, তখন করি অন্যের জন্য। আর আমি যখন তিলাওয়াত করি তখন করি আল্লাহর জন্য। তাই এই দুটোকে কখনো এক করা যাবে না।’

সম্প্রতি ওয়ারফেজ ব্যান্ডের লিড ভোকালিস্ট পলাশ নূরের একটি তেলাওয়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে কালের কণ্ঠের পক্ষ থেকে সম্প্রতি দেশের সেরা ব্যান্ডের এই ভোকালিস্টের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিলাওয়াত প্রসঙ্গে পলাশ নূর বলেন, ‘আমি যখন বাসায় একা একা তিলাওয়াত করি, তখন আমার কাছে মনে হয় এই সুরটা একেবারে আলাদা, পৃথিবীতে এই সুরটা শিখে আমি আসিনি। এটা কোত্থেকে আসে আমি নিজেও জানি না আসলে।’

গান ও তেলাওয়াত দুটি ভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে এই গায়ক বলেন,  ‘আমি যখন গান করি, তখন করি অন্যের জন্য। আর আমি যখন তিলাওয়াত করি তখন করি আল্লাহর জন্য। তাই এই দুটোকে কখনো এক করা যাবে না। আল্লাহ তায়ালা আমাকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্বটা খোঁজার চেষ্টা করছি আসলে। কোরআন তিলাওয়াতটা একেবারেই আমি আল্লাহর জন্য করি।’

নিজেকে সুরের মানুষ উল্লেখ করে ওয়ারফেজ ভোকালিস্ট বলেন, ‘একটা জিনিস বলা যায় যে আমি খুব সুরের মানুষ। প্রত্যেকটা সুর আমাকে আকৃষ্ট করে। তার মধ্যে আজান আছে। যত জাতীয় ও আন্তর্জাতিক আলেম আছেন, কারিরা আছেন, তাদের তিলাওয়াতও আমি অনুসরণ করার চেষ্টা করি।’

দায়িত্ব পালনের জায়গা থেকে এমন তিলাওয়াত করেন পলাশ নূর। বললেন,  ‘প্রত্যেক রমজান মাসে আমি কিছু করার চেষ্টা করি। এই চর্চাটা আসলে অব্যাহত রাখতে চাই। হুট করে আমি কিছু করিনি। আমি মনে করি, আমারও দায়িত্বের জায়গা আছে। যেহেতু নিজেকে একজন প্র্যাক্টিসিং মুসলিম মনে করি। আমি মনে করি, যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন এটা যদি শেয়ার করা যায় সোশ্যাল মিডিয়ায়, যাতে কেউ উৎসাহ পায়।’

ওয়ারফেজ‌ বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় হেভি মেটাল ঘরানার সংগীতদল (ব্যান্ড)। ১৯৮৪ সালের ৫ জুন ওয়ারফেজ গঠিত হয়।

দলের বর্তমান সদস্যরা হলেন ইব্রাহীম আহমেদ কমল (লিড গিটার), শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), সামস মনসুর (কিবোর্ড), নাঈম হক রজার (বেস গিটার), সামির হাফিজ, সৌমেন দাস (লিড গিটার) এবং পলাশ নূর (ভোকাল)। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2