avertisements 2

সরকারি জায়গায় আওয়ামী লীগ নেতার দ্বিতল ভবন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৫৮ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশ অমান্য করে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাগধা বাজারের সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভবনের পাশে একটি বিদ্যুতের পিলারে রয়েছে অর্ধশতাধিক গ্রাহকের বিদ্যুতের তার। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা!

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের সন্ধ্যা নদীর পূর্ব পারে বাগধা বাজারের (হাট) সরকারি রাস্তা ও জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বজলুল হক মন্টু দ্বিতল পাকা ভবন নির্মাণ শুরু করেন। এ ঘটনা জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু গত ১৫ মার্চ ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গায় পাকা ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

কিন্তু বজলুল হক মন্টু দলের প্রভাব খাটিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসনের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও ওই নির্মাণাধীন ভবনের সঙ্গে পল্লী বিদ্যুতের পিলারে বাগধা বাজারের অর্ধশতাধিক গ্রাহকের সংযোগের তার রয়েছে ঝুঁকিতে। যেকোনো সময় ভবনের কারণে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

অভিযুক্ত বজলুল হক মন্টু বলেন, 'আমার রেকর্ডীয় জায়গায় আমি ভবন উত্তোলন করছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু স্যার এসে দেখে গেছেন। তিনি ভবন উত্তোলন করতে নিষেধ করেননি বা বন্ধ রাখার কথাও বলেননি। '

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু সাংবাদিকদের বলেন, 'বাগধা বাজারের সরকারি সম্পত্তিতে মো. বজলুল হক মন্টু একটি পাকা ভবন নির্মাণ করছিলেন। এ সংবাদ পেয়ে আমি গিয়ে দেখে তাকে ভবন নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। আমার নির্দেশ অমান্য করে তিনি পুনরায় ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। '

বিষয়:

আরও পড়ুন

avertisements 2