avertisements 2

এইচএসসির খাতা দেখছেন শিক্ষার্থীরা, ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ অক্টোবর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:১৪ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের দিয়ে চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষাবোর্ডের খাতা দেখানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। খাতা দেখার সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কয়েকজন শিক্ষার্থী। মুহূর্তেই ওই ছবিগুলো ছড়িয়ে পড়ে সমাজিক যোগাযোগমাধ্যমে।

এ ঘটনার পর গতকাল বুধবার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। উপজেলার রত্মপুর ইউনিয়নের মোহনকাঠি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের কারিগরি বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) শাখায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষাবোর্ডের বিএম শাখার খাতা মূল্যায়নের দায়িত্ব পান মোহনকাঠি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার প্রভাষক গোপাল মন্ডল। তিনি নিজে বোর্ডের খাতা না দেখে তার কলেজের শিক্ষার্থীদের সেই খাতা মূল্যায়নের দায়িত্ব দেন। শিক্ষার্থীরা খাতা পেয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভাইরাল সেই ছবিতে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে একজন এক হাতে মোবাইলে সেলফি তুলছেন। অন্যরা বোর্ডের খাতা মূল্যায়নের জন্য খাতা নিয়ে বসে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের এক শিক্ষক বলেন, বোর্ডের খাতা শিক্ষার্থীদের হতে দিয়ে চরম ভুল করেছেন প্রভাষক গোপাল মন্ডল। তার এ ভুলের কারণে একজন পরীক্ষার্থীর ফলাফল আটকে যেতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক গোপাল মন্ডল বলেন, ‘কয়েকটি শিট পূরণ করতে কয়েকজন শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য বলেছিলাম। এটা আমার ভুল হয়েছে।’ খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ‘বোর্ড পরীক্ষার খাতা দেখার জন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানো কোনোভাবেই ঠিক হয়নি।’ আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2