দক্ষিণ আফ্রিকায় ২ প্রবাসী বাংলাদেশিকে হত্যা
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ০৬:২১ পিএম,  ২৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট:  ০৭:৩৮ এএম,  ৩ নভেম্বর,সোমবার,২০২৫
                                
                        
                    দক্ষিণ আফ্রিকায় পুমালাংগা এবং প্রিটোরিয়ার লোডিয়াম নামক জায়গায় পৃথক দুই ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিপন আহমেদের (৩৮) ও হাবিবুর রহমান (৪৬) নামে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত রিপন আহমেদের প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে দক্ষিণ আফ্রিকার পুমালাংগাতে রিপন আহমেদকে তার দোকানের তিন মালাওয়ে কর্মচারী হত্যা করে নগদ অর্থ, সিগারেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
রিপনের আহমেদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া রাধানগর ইউনিয়নে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় প্রিটোরিয়ার লোডিয়ামে হাবিবুর রহমান (আজাদ) নিজ দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির সুত্র ধরে ভারতীয় প্রবাসীর গুলীতে মারা যান হাবিবুর রহমান (আজাদ)।
হাবিবুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
বিমান চলাচলের সীমাবদ্ধতায় দুই প্রবাসী বাংলাদেশির লাশ এখানেই দাফন করা হবে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                    
                                    
                                    
                                    
                                    


