আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর,সোমবার,২০২৫ | আপডেট: ০৭:৩৬ এএম, ১৭ জানুয়ারী,শনিবার,২০২৬
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর হিন্দুস্তান টাইমস।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার (২ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে স্থানীয় সময় ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় প্রায় ২৮ কিলোমিটার গভীরে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছে। রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে এএফপি জানিয়েছে।
গত কয়েক মাসে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে আফগানিস্তানে। গত ২৪ অক্টোবর ও ১৭ অক্টোবরও দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি, যদিও সেগুলোতে বড় ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ৩১ আগস্ট ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





