এবার কাফনের কাপড় পরে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০১ পিএম, ২৩ অক্টোবর,শুক্রবার,২০২০ | আপডেট: ১২:৩৯ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

এবার কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। বুধবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেছেন তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। ১০ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীরা। তারা প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনেও প্রতিবাদ সমাবেশ করেছেন। নির্দেশনা অনুযায়ী দাবিসংবলিত কাগজপত্র জমাও দিয়েছেন অধিদফতরে।
এদিকে সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। ক্ষীণ হয়ে আসছে দাবি আদায়ের সম্ভাবনা। যদিও এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, প্যানেলের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই।
নিয়োগ প্রত্যাশীরা বলেন, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হোন। তাই মুজিববর্ষে প্যানেল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের নিয়োগের দাবি জানান তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
