লাইফ সাপোর্টে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫৭ এএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০১:৫৮ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম। গত ১১ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, আজ বুধবার বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসে।তারপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। বুধবার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। ২৪ ঘণ্টা পর পরবর্তী অবস্থা জানা যাবে। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
