করোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান হান্নান খানের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১৩ এএম, ৩০ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৯:২৬ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলায়হি রাজিউন)।
রবিবার দুপুর পৌনে ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা গেছেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সানাউল হক জানান, শুক্রবার আবদুল হান্নান খানের করোনা পজেটিভ আসে। এরপর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আজ সকালে তার অবস্থা খারাপ হয়। এরপর পৌনে ১টায় তিনি মারা যান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
