হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার আগেই মারা গেলেন আব্দুস সালাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৩৫ পিএম, ৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
চট্টগ্রামের হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে মহাপরিচালক নির্বাচিত হওয়ার পর মারা গেছেন মুফতি আবদুস সালাম চাটগামী।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণ নিয়ে শুরা কমিটির বৈঠক চলাকালে হুইল চেয়ারেই তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের অপর সদস্য আল্লামা শেখ আহমদ।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণ নিয়ে শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আবদুস সালাম চাটগামীকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। পাশাপাশি আল্লামা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়। এর আগে মুফতি আবদুস সালাম চাটগামী মাদ্রাসাটির পরিচালক প্যানেলের সদস্য ছিলেন। ।





