avertisements 2

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির মনা-তুহিন গ্রুপের সঙ্গে মঞ্জু গ্রুপের হাতাহাতি, আহত ৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০২:২৯ পিএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, খুলনা মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের মধ্যে এ হাতাহাতি হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় মঞ্চ থেকে গান ও কবিতা পরিবেশন হচ্ছিল। মঞ্জুর অনুসারী নেতাকর্মীরা হলুদ গেঞ্জি ও হলুদ ক্যাপ পরে সমাবেশে এসেছেন। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।

এর মধ্যে দুপুর দেড়টার দিকে সমাবেশ মঞ্চ থেকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদের পেছনে চলে যেতে বলেন।

একইসঙ্গে তারা লাল ও সবুজ ক্যাপ পরা তাদের অনুসারী নেতাকর্মীদের মঞ্চের সামনে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।

এ ঘোষণার পর বিএনপির বর্তমান কমিটির নেতাদের অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে আসে। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪-৫ জন নেতাকর্মী আহত হন। একপর্যায়ে বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে পেছনের দিকে সরে যেতে বাধ্য হন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2